ড. নাসরীন জেবিন (dr. nasrin jebin)

প্রথম পাতা » জীবনী » ড. নাসরীন জেবিন (dr. nasrin jebin)


ড. নাসরীন জেবিন (dr. nasrin jebin)

ড. নাসরীন জেবিন
জন্ম : নারায়ণগঞ্জে
পিতা : প্রয়াত প্রধান শিক্ষক হাবিবুর রহমান
মাতা : প্রাক্তন শিক্ষক সকিনা রহমান
উচ্চ মাধ্যমিক পর্যন্ত নারায়ণগঞ্জে পড়াশুনা শেষে বাংলা ভাষা ও সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ। পি.এইচ.ডি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ।
পেশা শিক্ষকতা। ঢাকা মহানগর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক । একক প্রবন্ধ প্রকাশিত হয়েছে বেশ কিছু গবেষণা জার্নালে, পত্র পত্রিকায়।
প্রকাশিত গ্রন্থ : মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পে নিম্নবর্গ, বাংলা ছোট গল্প, নারী তুমি জয়িতা, ফিরে এসো সুতপা, নারীর পৃথিবী নারীর স্বপ্ন, দিঘিজল ছুঁয়ে যায় সর্বনাশা চিল, নারী তুমি অর্ধেক আকাশ, সাধের পালকে পূর্ণিমার চাঁদ, মোহিনীর জন্য, রবীন্দ্র বিচিত্রা, রূপন্তীর শেষ রাত, প্রতিবাদী নারী ও সমাজ, এক উঠোন আকাশ, অব্যক্ত, মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন ও উপন্যাস, ঘাসফড়িং, আমি তুমি ও সে। বিশাল বাংলা প্রকাশনী সাহিত্য পুরস্কার পেয়েছেন-২০১৬, ২০১৭।
তথ্যসূত্র: ২০২০  সালে প্রকাশিত ‘বাংলাদেশের উপন্যাস” গ্রন্থ থেকে সংকলিত।