আতিক আলতাফ (atiq altaf)

প্রথম পাতা » জীবনী » আতিক আলতাফ (atiq altaf)


আতিক আলতাফ (atiq altaf)

আতিক আলতাফ
জন্ম ৩ নভেম্বর ১৯৮৭, নন্দবালা, টাংগাইল । তাঁর বাবার নাম মোঃ আলতাফ হোসেন ও মায়ের নাম মোছাঃ রাবেয়া বেগম। তাঁর বড় মামা ঔপন্যাসিক সরকার হালিম ও ছোট মামা সরকার হাকিম তাঁর পড়ালেখার খরচ দেন ও স্নেহছায়ায় লালনপালন করেন। ছোট খালা সুফিয়া পারভীন হাতে-কলমে পড়ালেখা শেখান। মেজ খালা রাজিয়া সুলতানা সবসময় চোখে চোখে রাখতেন। তাদের বই পড়ার প্রতি ভালবাসা থেকেই সাহিত্যের প্রতি প্ৰথম আগ্রহ সৃষ্টি হয় । এভাবে মাত্র ১৩ বছর বয়সে প্রথম কবিতা লেখায় হাতে খড়ি। কলেজে পড়ার সময় ২০০৪ সালের ১৮ সেপ্টেম্বর সাপ্তাহিক ‘মৌবাজার’ পত্রিকায় প্রথম ‘আমার ইচ্ছে’ কবিতাটি প্রকাশ হয়। পাশাপাশি ২০০১ সাল থেকে গান লেখা শুরু। বছরই উপন্যাস লেখায় হাত দেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় সাহিত্য ম্যাগাজিন ও দেয়ালিকা প্রকাশ করেন। লেখক ২০০৩ সালে এস. এস.সি, ২০০৫ সালে এইচ. এস. সি পাশ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে বাংলা সাহিত্যে স্নাতক ও ২০১০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্ত্রী - উম্মে নাঈমা, কন্যা- আরশি রহমান।
প্রকাশিত গ্রন্থ
উপন্যাস : প্রেমকাঁটা ২০২০
কবিতা : সদরঘাট ও সন্ধ্যার লেগুনা ২০২০ গান :গানের কথায় গানের ভাষায় ২০২০

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘সদর ঘাট ও সন্ধ্যার লেগুনা’  গ্রন্থ থেকে সংকলিত।