গোলাম কিবরিয়া (golam kibria)

প্রথম পাতা » জীবনী » গোলাম কিবরিয়া (golam kibria)


গোলাম কিবরিয়া (golam kibria)

গোলাম কিবরিয়া
জন্ম ১৯৬৯ সালের ১৭ মার্চ। পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী গ্রামে। তিনি শৈশব থেকেই ভীষণ চঞ্চল, বন্ধুবৎসল, পরোপকারী, স্পষ্টভাষী, সংস্কৃতমনা ও খেলাধুলায় পারদর্শী ছিলেন। কিন্তু পড়ালেখায় ছিলেন ভীষণ উদাসীন; দুরন্ত ও দস্যিপনায় ছিলেন বেশ পটু! ছোটবেলা থেকেই একটু আধটু লেখালেখি করতেন। তার লেখা কবিতা স্কুল প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলো।
ব্যক্তি জীবনে দুই সন্তানের জনক। আনোয়ারা বেগম (আনু) তার সহধর্মিণী। যার ঐকান্তিক সহযোগিতা ও নিখাদ ভালোবাসার বন্ধনে গড়ে তুলেছেন একটি স্বপ্নের নীড়।
কর্মরত আছেন একটি ব্যক্তি মালিকানাধীন বিদেশী প্রতিষ্ঠানে।
‘বৃষ্টির ফোঁটা গুনি’ তার প্রথম কাব্যগ্রন্থ।


তথ্যসূত্র: ২০২০  সালে প্রকাশিত ‘’বৃষ্টির ফোঁটা গুনি’’  গ্রন্থ থেকে সংকলিত।