জিনিয়া ফেরদৌস রুনা (jinia ferdous runa)

প্রথম পাতা » জীবনী » জিনিয়া ফেরদৌস রুনা (jinia ferdous runa)


জিনিয়া ফেরদৌস রুনা (jinia ferdous runa)

জিনিয়া ফেরদৌস রুনা  জন্ম নড়াইলের ইতনা গ্রামে। শৈশব, কৈশোর কেটেছে বৃহত্তর যশোর জেলায়। শুরু থেকে মঞ্জুরী খেলাঘর আসর, যশোর উদীচী শিল্পীগোষ্ঠী, লোক থিয়েটার, ঢাকা থিয়েটারে নিবেদিত থেকেছেন কবিতা ও নাটকসহ শিল্পের বিভিন্ন শাখায়। যশোর আদর্শ বিদ্যালয়, মধুসূদন তারাপ্রসন্ন উচ্চ বালিকা বিদ্যালয়, রূপদিয়া শহীদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা লাভ করেন। পরবর্তীতে যশোর সরকারী মহিলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। শিক্ষাজীবনে বিভিন্ন ম্যাগাজিন, দেয়াল পত্রিকায় কবিতা, গল্প লিখেছেন। নিছক আনন্দের জন্য সহপাঠীদেরও লিখে দিয়েছেন কবিতা, রম্য গল্প। নিজেই নাটিকা লিখে অভিনয় করেছেন। সংস্কৃতির তৃষ্ণা থেকেই আবৃত্তি, লেখালেখি, অভিনয়, উপস্থাপনার নানাবিধ বৈচিত্রে নিরন্তর নিয়ত রাখেন সৃষ্টিময় আনন্দে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেন। স্নাতকোত্তরে বেছে নেন অভিনয়-শিল্প। তপস্বী ও তরঙ্গিনী, চাঁদ বণিকের পালা, ইডিপাস, একটি মা’র রূপকথা, ম্যাকবেথ, হরগজ, পদ্মা নদীর মাঝি, সাগর মন্থন ছাড়াও তার একটি আবৃত্তি এ্যলবাম বাঁশি ও বাঁশিওয়ালা প্রভৃতি নাটকে অভিনয় করেছেন। তাঁর পরিচালনা ও সঞ্চালনায় বিভিন্ন টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান- তোমরা আছ আমাদের প্রাণে, সোনাঝরা দিন, নাটক- ভুলবোনা তোমাকে প্রশংসিত হয়। থিয়েটার এন্ড মিডিয়া ফাউন্ডেশন (টিএমএফ), ভিজ্যুয়াল নেটকওয়ার্ক এন্টারটেইনমেন্ট (ভিনেট), বঙ্গীয় সাহিত্য ও সংস্কৃতি সংসদ, আবৃত্তি মেলা, সাম্প্রতিকসহ কয়েকটি সংগঠনের সাথে তিনি প্রতিনিয়ত কাজ করে চলেছেন। মঞ্চ, বেতার ও টেলিভিশনে নিয়মিত আবৃত্তি করেন। নজরুল ইন্সটিটিউটে আবৃত্তির প্রশিক্ষক, বাংলাদেশ শিশু একাডেমিতে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। বৈশাখী টেলিভিশনের প্রধান অনুষ্ঠান প্রডিউসার ও মুক্তকণ্ঠ পত্রিকায় এডিটোরিয়াল এ্যাসিস্টেন্ট হিসাবে কর্মরত ছিলেন। তার তিনটি সন্তান। স্বামী, নাট্যকার- পরিচালক – উপন্যাসিক ফেরদৌস হাসান।

তথ্যসূত্র: ২০২২ সালে প্রকাশিত  ‘জলরাজ্যে ভয়ানক দানব’ গ্রন্থ থেকে সংকলিত।