মামুদুন্নবী জ্যোতি (mahmudunnabi jyoti)

প্রথম পাতা » জীবনী » মামুদুন্নবী জ্যোতি (mahmudunnabi jyoti)


মামুদুন্নবী জ্যোতি (mahmudunnabi jyoti)


মামুদুন্নবী জ্যোতি
জন্ম— ১৯৭০ সালের ৩০ সেপ্টেম্বর, পিতৃগৃহ, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলাধীন বলরামপুর গ্রামে। পিতা- মো. শেখ আব্দুল হালিম, মাতা- সুরাইয়া খাতুন ।
শিক্ষা: গ্রাম্য পাঠশালায় শুরু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর

লেখকের অন্যান্য বই :

সহস্রাব্দের ফুল (কাব্যগ্রন্থ-২০১৭) প্রহরী ও সীমান্ত (সনেট কাব্যগ্রন্থ-২০১৮) গল্প শুধু গল্প নয় (গল্পের বই-২০১৮) প্রহেলিকা (কাব্যগ্রন্থ-২০১৯) তৃষিতের শরাবান (উপন্যাস-২০১৯) দিগন্তের রশ্মি (সনেট কাব্যগ্রন্থ-২০২০) সম্পাদিত গ্রন্থের সংখ্যা - ০৪
এর মধ্যে অন্যতম-
কবি ও অধ্যাত্ম সাধক
মোহাম্মদ মামুনুর রশীদ র. (২০১৯)
প্রকাশক ও সম্পাদক
সাপ্তাহিক চলমান বার্তা
তথ্যসূত্র: ২০২১  সালে  প্রকাশিত ‘নির্বাচিত সনেট’ গ্রন্থ থেকে সংকলিত।