মোঃ সুজন মাহমুদ (md.sujon mahmud)

প্রথম পাতা » জীবনী » মোঃ সুজন মাহমুদ (md.sujon mahmud)


মোঃ সুজন মাহমুদ (md.sujon mahmud)

মোঃ সুজন মাহমুদ  ১৯৯২ সালের ৫ নভেম্বর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার রাইল্যা গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোহাম্মদ আলী মঞ্জু এবং মা মোসাম্মৎ হাছনা বেগমের এক পুত্র ও এক কন্যার মধ্যে তিনি জেষ্ঠ । ধলেশ্বরী নদীর তীরে শস্য-শ্যামল সবুজের সমারোহে মাটির ঘ্রাণ, প্রাণে জড়িয়ে তিনি তার শৈশব ও কৈশোর জীবন অতিবাহিত করেছেন। কবিতার সাথে তার নিবিড় সম্পর্ক। তিনি কিশোর বয়স থেকেই গান, ছড়া, কবিতা ও ছোট গল্প লিখে তার অসাধারণ সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তার লেখা কবিতা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। লেখাপড়ায় অমনোযোগী হওয়া সত্বেও তিনি কৃতিত্বের সাথে ২০০৮ সালে জান্না মডেল হাই স্কুল থেকে এস.এস.সি এবং ২০১০ সালে বাংলাদেশের স্বনামধন্য মানিকগঞ্জ জেলার সরকারী দেবেন্দ্র কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন। দীর্ঘ পাঠ বিরতির পর বর্তমানে সরকারী দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে বি,এ প্রাইভেট ডিগ্রী কোর্সের দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছেন।
‘ক্ষণিকের পরিচয়’ তার প্রথম কাব্যগ্রন্

তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত ‘’ক্ষণিকের পরিচয়’   গ্রন্থ থেকে সংকলিত।