শাহীমা ইসলাম (shahima islam)

প্রথম পাতা » জীবনী » শাহীমা ইসলাম (shahima islam)


শাহীমা ইসলাম (shahima islam)

 শাহীমা ইসলাম ২০০৩ সালে ঢাকা, খিলগাঁও নামক জায়গায় জন্মগ্রহণ করেন। পিতা মৃত শাহজাহান মিয়া ও মাতা মোছা: নাছিমা বেগম। ২০২১ সালে তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তিনি বর্তমানে উপজেলা: শ্রীপুর, জেলা: গাজীপুর ও পোস্ট অফিস: মাওয়া দারগার চালা নামক কোনো এক গ্রামে বসবাস করছেন। গ্রামের সরকারি প্রা: বিদ্যালয় থেকে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন। আর বিভাগ নিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। তার লেখা বিভিন্ন কবিতা, নাটক বিদ্যালয়ের ম্যাগাজিন এ প্রকাশিত হয়েছে। প্রথমবার ২০২০ সালে ২১শে বইমেলায় কবিতা প্রকাশিত হয়েছে। ‘নিশি রাতের কাব্য’ গ্রন্থে সৌরভ মোহাম্মদ এর সম্পাদনায় ‘অবহেলা’ ও “আমি হব’ কবিতা প্রকাশিত হয়েছে।

তথ্যসূত্র: ২০২০  সালে প্রকাশিত  ‘নিরন্তর সংগ্রাম’  গ্রন্থ থেকে সংকলিত।