গোলাম রব্বানী টুপুল (golam rabbani tupul)

প্রথম পাতা » জীবনী » গোলাম রব্বানী টুপুল (golam rabbani tupul)


গোলাম রব্বানী টুপুল (golam rabbani tupul)

গোলাম রব্বানী টুপুল  তিনি একাধারে কবি, ছড়াকার, চিত্রশিল্পী, প্রাবন্ধীক, কথাসাহিত্যিক, আবৃত্তিকার। বহুমাত্রিক লেখক গোলাম রব্বানী টুপুল ১৯৮১ সালের ২৫শে ডিসেম্বর জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন সবুজপুর গ্রামে পিত্রালয়ে জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ্ব মৌলভী মোহাম্মদ আব্দুল জাব্বার পেশায় প্রধান শিক্ষক এবং মাতা মোছাম্মৎ গোলেনুর বেগম। ভাই বোনের মধ্যে রব্বানী টুপুল সর্ব কনিষ্ঠ। গ্রামের ইসকুলেই তার হাতেখড়ি। ক্লাসে সেরা ছাত্র হয়েও পড়া-লেখার প্রতি বৈরাগ্যতা ছিল চোখে পড়ার মত। ইসকুল জীবন থেকেই সরকারী বেসরকারী নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিনি পুরস্কৃত হয়েছেন। তিনি বাছেতপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং এ.কে মেমোরিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তার রচিত গ্রন্থ গুলোর মধ্যে ‘চলো আকাশ ছুঁয়ে দেখি, গন্তব্যহীন, ভূত, রহস্য, জমিদার বাড়ির চিলেকোঠা’ প্রভৃতি উল্লেখযোগ্য।
পারিবারিক জীবনে তিনি জিন্নাত জাহান রুনু’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে দুই পুত্র সন্তান রিয়ান ও সৌখিনের জনক। পেশা হিসেবে বাংলাদেশ জুট মিল্স করপোরেশন’র (বিজেএমসি) কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

তথ্যসূত্র: ২০১৮  সালে প্রকাশিত  ‘জমিদার বাড়ির চিলেকোঠা’ গ্রন্থ থেকে সংকলিত।