শামীমা সুমি(Shamima sumi)

প্রথম পাতা » জীবনী » শামীমা সুমি(Shamima sumi)


 শামীমা সুমি

শৈশব থেকে প্রজাপতির মতো উড়ে বেড়ানো স্পষ্টকথনে বিশ্বাসী কবি শামীমা সুমি শিল্পিত শব্দচয়নে অনবদ্য কবিতা করেন। রবীন্দ্র-নজরুল- লালন-হাসন সবাই তাকে প্রভাবিত করেছেন । তিনি হাঁটছেন বাংলা কবিতার সহজিয়া ধারায়। মিডিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত এই কবি ঘুরেছেন দেশ-বিদেশ, দেখেছেন অসংখ্য নদী-নালা। সিলেটের গৃহবধূ এই কবির স্বামী সামাদ চৌধুরী (জনসন) একজন বিলেত প্রবাসী ব্যবসায়ী। রেডিও-টেলিভিশন, পত্রিকা, অনলাইন সব গণমাধ্যম ও গণজাগরণ মঞ্চের সাথে জড়িত আছেন এই কবি ।
কবি শামীমা সুমির পৈতৃক নিবাস আগরতলার পাদদেশে কসবায় । কিন্তু বেড়ে উঠেছেন বাবার মার্কিন দূতাবাসের চাকরিসূত্রে রাজধানী ঢাকায় ৷ তিন ভাইয়ের একমাত্র বোন । বড় হয়েছেন পারিবারিক আদর ও ভালোবাসায় । কবির প্রকাশিত কবিতাগ্রন্থের সংখ্যা ৬- বেদনার জলাভূমি (২০০৮), জৈবিক চাষ (২০১০), হৃদয়ে বাজে রাগিনী (২০১২), মহাশূন্যে জলকেলি (২০১৩), নাতিশীতোষ্ণ পারদ (২০১৪), নাভীর নাব্যতা (২০১৫)।

তথ্যসূত্র: ২০১৬ সালে প্রকাশিত ‘খণ্ডত শরীর’ গ্রন্থ থেকে সংকলিত।