ড. আকন্দ সামসুন নাহার (d. akond shamsun nahar)

প্রথম পাতা » জীবনী » ড. আকন্দ সামসুন নাহার (d. akond shamsun nahar)


ড. আকন্দ সামসুন নাহার (d. akond shamsun nahar)

ড. আকন্দ সামসুন নাহার  জন্ম ভোলার তজুমদ্দীন থানায় ১৯৪৩ সনে এক শিক্ষানুরাগী পরিবারে। তাঁর বাড়ি ছিল ভোলার দৌলতখান থানার রাধাবল্লভ গ্রামে। বাড়ি এবং জন্মস্থান উভয়ই মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তিনি বরিশালের পাথরঘাটা স্কুল থেকে প্রাইমারী, বরিশাল সদর গার্লস স্কুল থেকে মাধ্যমিক, বরিশাল উইম্যানস কলেজ থেকে উচ্চমাধ্যমিক, ইডেন কলেজ থেকে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাস করেন। প্রথমবার বাংলায় মাস্টার্স করার পর পুনরায় আরো দুটো বিষয়ে, রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষাব্যবস্থাপনায়, এম.এ করেন। ভারতের কল্যাণী বিশ্বদ্যিালয় থেকে লাভ করেন পি.এইচ.ডি ডিগ্রী
দীর্ঘ সময় সরকারী কলেজে অধ্যাপনা পেশাগত দায়িত্ব পালন
করেছেন। করেছেন ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড-এ । ২০০১ সালে তিনি সরকারী চাকরি থেকে অবসর গ্রহণ করেন । বর্তমান কর্ম স্থল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
তিনি শিক্ষা ও ট্রেনিং বিভাগের প্রধান ও ডিন। তিনি বাংলা একাডেমী, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতি এবং ত্রৈমাসিক পত্রিকা ‘বনলতা’র আজীবন
সদস্য। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের একজন গেস্ট টিচার।
তথ্যসূত্র: ২০১৮  সালে প্রকাশিত  ‘লঞ্চ টার্মিনাম’  গ্রন্থ থেকে সংকলিত।