ফয়সাল হাবিব সানি (foysal habib sany)

প্রথম পাতা » জীবনী » ফয়সাল হাবিব সানি (foysal habib sany)


ফয়সাল হাবিব সানি (foysal habib sany)

ফয়সাল হাবিব সানি বর্তমান সময়ের প্রবল সম্ভাবনাময় এক বিস্ময়কর কাব্যপ্রতিভার নাম! জন্ম ১৯৯৭ সালের ২৩ আগস্ট বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত বৃহত্তর কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী গ্রাম আমলায় । শৈশবে তার পারিবারিক পরিমণ্ডলে সাহিত্য-সাংস্কৃতিক আবহ তেমন না থাকলেও কৈশোরেই নবম শ্রেণির ছাত্র থাকাবস্থায় সানি’র মধ্যে এক অলৌকিক কাব্যপ্রতিভার বিকাশ ঘটে। স্কুলেই নবম শ্রেণিতে অধ্যয়নকালে তার লেখা প্রথম কবিতা ‘স্বাধীনতার মর্মকথা’ বাংলা সাহিত্যের এক অন্যতম সুবৃহৎ, পরিশীলিত ও সাবলীল বাক্যগঠনে অসামান্য কবিতা হিসেবে নিঃসন্দেহে বিবেচিত। তারপর একাধারে কবিতা লিখে গেছে সানি… নবম, দশম শ্রেণির ছাত্র থাকাকালেই তার লেখা সুবৃহৎ, প্রাঞ্জল ও প্রগাঢ় ভাব-বৈদগ্ধপূর্ণ কবিতাগুলোই হয়তো জানান দিচ্ছিলো বাংলা সাহিত্যে নতুন কোন প্রতিভাবান কবি’র জন্ম হতে যাচ্ছে! নজরুল, রবীন্দ্রনাথের পর যেই কবি’র প্রতিভায় বাংলা সাহিত্য হবে আবারও বিশ্বসমাদৃত। দশম শ্রেণিতেই বিশ্বসাহিত্যে সর্বপ্রথম ত্রয়োদশপদী কবিতা (মনেট), দ্বিতীয় ত্রয়োদশপদী কবিতা (দ্বিতীয় মনেট), পঞ্চদশপদী কবিতা (পনেট), দ্বিতীয় পঞ্চদশপদী কবিতা (দ্বিতীয় পনেট), ষষ্ঠদশপদী কবিতা (বনেট) ‘দাবানল’ (২য় সংস্করণ)-

তথ্যসূত্র:  ২০১৮  সালে প্রকাশিত  ‘দাবানল’    গ্রন্থ থেকে সংকলিত।