সুলেখা আক্তার শান্তা (sulekha akter shanta)

প্রথম পাতা » জীবনী » সুলেখা আক্তার শান্তা (sulekha akter shanta)


সুলেখা আক্তার শান্তা (sulekha akter shanta)

সুলেখা আক্তার শান্তা
জন্ম মাদারীপুর জেলায়। মানুষের জীবনবোধ তার লেখার প্রেরণা। চারপাশের জীবন সংগ্রাম, সঙ্গতি-অসঙ্গতি, সুখ-দুঃখ, আশা-নিরাশা তিনি প্রকাশ করেন অনুভূতির গভীরতা দিয়ে। পেশা সাংবাদিকতা। লেখিকার প্রকাশিত উপন্যাস ‘এ চোখের দৃষ্টিতে তবুও তুমি’ এবং ‘ফিরে এসো’। তার যৌথ কাব্যগ্রন্থ ‘নিশির তৃতীয় প্রহর’ । তিনি পত্রপত্রিকায় গল্প-কবিতা লেখেন। লেখিকা ‘মাদার তেরেসা স্বর্ণপদক-২০১৯’, ‘সুকান্ত সম্মাননা পুরস্কার-২০১৯’ ও ‘ইন্দিরা গান্ধী স্বর্ণপদক-২০১৯’ প্রভৃতি সম্মাননা লাভ
করেছেন।

তথ্যসূত্র: ২০২০  সালে প্রকাশিত   ’চারদিকে মেঘ ছিলো’  গ্রন্থ থেকে সংকলিত।