কামরুজ্জামান কায়েম (kamruzzaman kayem)

প্রথম পাতা » জীবনী » কামরুজ্জামান কায়েম (kamruzzaman kayem)


কামরুজ্জামান কায়েম (kamruzzaman kayem)

কামরুজ্জামান কায়েম
কবি-সাহিত্যিক, প্রবন্ধকার, গল্পকার, গীতিকার এবং নাট্য রচয়িতা। তার লেখালেখি প্রায় এক যুগেরও বেশী। এই শিল্পস্রষ্টার স্থির আলোকচিত্রে ১৯৮৮ তে প্রশিক্ষণ নেন বেগ আর্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফিতে। ইচ্ছা ছিল চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করা। ‘ট্রাইএঙ্গেল টেলিফ্লিম’ নামে একটি মিডিয়াও প্রতিষ্ঠা করেন তিনি। দৈনিক ইনকিলাবে সে সময় আশেপাশে প্রতিদিন-এ নিয়মিত লেখা ও ছবি প্রকাশ হয়েছে। সে সময় বিভিন্ন বিষয়ে প্রবন্ধ, গল্প লেখা এবং দৈনিক পত্রিকায় নিয়মিত বই পরিচিতি করা এছাড়া মঞ্চ নাটক ও টিভি নাটক রচয়িতা ও নির্মাতা ।

তথ্যসূত্র: ২০২০  সালে প্রকাশিত  ‘ভ্যালেন্টাইন ভলোবাসা”   গ্রন্থ থেকে সংকলিত।