রীনা পন্ডিত (rina pandit)

প্রথম পাতা » জীবনী » রীনা পন্ডিত (rina pandit)


রীনা পন্ডিত (rina pandit)

রীনা পন্ডিত
যার লেখার ভেতর মানুষের অন্তর কষ্ট ফুটে ওঠে তিনি কবি রীনা পন্ডিত ! জন্মসূত্রে নেত্রকোনা জেলার নিউটাউনের অধিবাসী! বাবা স্বর্গীয় কমলা কান্ত পন্ডিত, মাতা স্বৰ্গীয় অঞ্জলি পন্ডিত! তিনি পিতা মাতার নয় সন্তানের মাঝে ষষ্ঠতম সন্তান! স্কুল জীবনেই সাহিত্যচর্চার হাতেখড়ি! ভালোবাসেন গান কবিতা, ভ্রমণ! ছোটবেলা থেকেই সাহিত্য ও সামাজিক উন্নয়ন কাজে যুক্ত ছিলেন এবং আছেন। প্রয়াত কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ কবির খুব ভালো বন্ধু ছিলো! সাহিত্য অঙ্গনে কবি হেলাল হাফিজ, নির্মলেন্দু গুণ, ও প্রয়াত হুমায়ূন আহমেদের সংস্পর্শে থেকেছেন! কবির অজস্র কবিতা, ছড়া, ছোটগল্প ও প্রবন্ধ স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে! কবি অনন্যা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও অনন্যার নিয়মিত প্রকাশনা ‘মৃত্তিকা’র সম্পাদক ছিলেন! কবি সাংবাদিকতা পেশাতেও যুক্ত ছিলেন, আছেন! তিনি ময়মনসিংহ থেকে প্রকাশিত ‘দৈনিক সবুজ’ এর সহ-সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন! কবি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে সম্মান-সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন! তিনি আন্তর্জাতিক সংস্থা কনসার্ন বাংলাদেশ ও আন্তর্জাতিক সংস্থা আই,এল ও এবং বর্তমান গণস্বাস্থ্য নগর হসপিটাল মিরপুর শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন! স্বামী প্রকৌশলী দিলীপ নাথ ও একমাত্র পুত্র সন্তান দিব্যজ্যোতি নাথ (রিদম), এই নিয়ে ছোট্ট জীবন! কবির প্রথম কাব্যগ্রন্থ ‘পরাণের গল্প’ ১৯৯৫ সনে একুশের গ্রন্থমেলায় প্রকাশিত হয়! দীর্ঘ বিরতির পর একুশের গ্রন্থমেলায় প্রকাশিত হলো কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কষ্টজল’।

তথ্যসূত্র:   ২০১৯  সালে প্রকাশিত  ‘কষ্ট জল’  গ্রন্থ থেকে সংকলিত।