গোপাল কর্মকারের (gopal karmokar)

প্রথম পাতা » জীবনী » গোপাল কর্মকারের (gopal karmokar)


গোপাল কর্মকারের (gopal karmokar)

 

গোপাল কর্মকারের  জন্ম ২৬ জুন ১৯৫৮ খ্রিস্টাব্দে, টাংগাইল জেলাধীন মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে । পিতা মতিলাল কর্মকার ছিলেন একজন স্বর্ণশিল্পী ও মাতা বিমলা কর্মকার একজন উদার প্রকৃতির গৃহিণী। দু’ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান। কৃতিত্বের সাথে তিনি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন । অনেকদিন সুনামের সাথে উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন ।
তিনি দীর্ঘদিন যাবৎ নিয়মিত বিভিন্ন মাধ্যমে গল্প, কবিতা, ছড়া, নাটক, প্রবন্ধ লিখে আসছেন । তিনি একাধারে শিক্ষক, স্বর্ণশিল্পী, দার্শনিক, ভাগবত বক্তা, ধর্ম প্রচারক ও বিজ্ঞান গবেষক। বিভিন্ন গবেষণার জন্যে ১৯৭৯ সনে ‘নিয়েয়ার’ ঢাকা হতে উচ্চতর সার্টিফিকেট সহ ১৯৮০ সনে পরিত্যাক্ত চা পাতা হতে ট্যানিক অ্যাসিড আবিস্কার করে মহামান্য রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন ।
বর্তমানে তিনি বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ ঢাকা এবং টাংগাইল সাহিত্য সংসদের সদস্য। স্ত্রী কণা কর্মকার, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তাঁর সংসার । তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২।

তথ্যসূত্র: ২০২০  সালে প্রকাশিত  ‘রক্তাক্ত স্বাধীনতা”  গ্রন্থ থেকে সংকলিত।