প্রত্যয় জসীম(Prottoy jashim)

প্রথম পাতা » জীবনী » প্রত্যয় জসীম(Prottoy jashim)


 প্রত্যয় জসীম
প্রত্যয় জসীম এই প্রজন্মের সব্যসাচী লেখক। তাঁর লেখা মানেই নতুন টেক্সট। লেখালেখি করছেন বিশ বছরেরও বেশি সময় ধরে। খুব অল্প সময়ে ঈর্ষণীয় পরিচিতি লাভ করেছেন; এ প্রজন্মের লেখকদের মাঝে তাঁর অবস্থান শীর্ষে। ১৯৯৬ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে তাঁর প্রথা-বিরোধী অনন্য উপন্যাস ‘অন্ধকারের মানুষ’। সম্পাদনা করেছেন ‘শামসুর রাহমান স্মারক গ্রন্থ’, ‘কবীর চৌধুরী : বাংলার প্রমিথিউস’, ‘দুই বাংলার কবিতায় বঙ্গবন্ধু সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ। লোকপ্রশাসনে অনার্সসহ মাস্টার্স এবং জার্নালিজমে পোস্ট গ্র্যাজুয়েট এই মেধাবী লেখকের জন্ম নোয়াখালী মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর গ্রামে নানার বাড়িতে।
তিনি বাংলা একাডেমির লাইফ মেম্বার, রেড ক্রিসেন্ট সোসাইটির লাইফ মেম্বার, বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশনের সভাপতি। এছাড়াও নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছেন। এযাবৎ তাঁর ষাটের অধিক বই বেরিয়েছে। পেশাগত জীবনে দৈনিক ইত্তেফাক, মুক্তকণ্ঠ, সংবাদ, বাংলাবাজার পত্রিকাসহ জাতীয় দৈনিকে বেশ ক’বছর কাজ করেছেন। বর্তমানে একটি শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠানের একাডেমিক শাখার প্রধান হিসেবে কর্মরত আছেন। তাঁর জীবনবন্ধু ড. স্বাতী জসীম, অকাল প্রয়াত । কন্যা প্রকৃতি জসীম।

 তথ্যসূত্রঃ২০১৮ সালে প্রকাশিত’কবির বুকটাই স্বদেশের মানচিত্র’গ্রন্থ থেকে সংকলিত।