মুশহেদা খানম রেনু(Mushheda khanam renu)

প্রথম পাতা » জীবনী » মুশহেদা খানম রেনু(Mushheda khanam renu)


 মুশহেদা খানম রেনু
বাউল, কবি আর সাহিত্য উর্বর ভূমি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার যশমাধব গ্রামে মধ্যবিত্ত পরিবারে ১৯৬৯ সালের ০৪ নভেম্বর জন্ম গ্রহণ করেন । প্রয়াত দম্পতি আব্দুল ওয়াহেদ খান, আয়েশা বদরুদ্দোহার বার সন্তানের সর্বকনিষ্ঠ সন্তান। দূরন্ত কৈশোরে কংস নদের তীরে বেড়ে উঠা মুশহেদার প্রকৃতির সাথে রয়েছে নিবিড় সম্পর্ক। ব্যাংক পরিক্রমাসহ জাতীয় দৈনিকে লেখা প্রকাশিত হয়েছে। সবুজ বনায়ন ও ছাদবাগান নিয়ে তার রয়েছে বিশেষ কর্মকান্ড । বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে তার সবুজায়ন বিষয়ক প্রোগ্রাম একাধিকবার প্রচারিত হয়েছে। চাকরির পাশাপাশি ছাদ বাগান, লেখালেখি, ভ্রমণ ও আড্ডা তার খুব প্রিয়। সাধারণ জীবনবোধে বিশ্বাসী মুশহেদা খানম রেনু একজন সাদা মনের মানুষ ।’মেঘবতীর উপাখ্যান’ তার লেখা গ্রন্থ।

তথ্যসূত্রঃ২০২০ সালে প্রকাশিত ‘মেঘবতীর উপাখ্যান’ গ্রন্থ থেকে সংকলিত।