আসাদ পারভেজ (asad parvez)

প্রথম পাতা » জীবনী » আসাদ পারভেজ (asad parvez)


আসাদ পারভেজ (asad parvez)

আসাদ পারভেজ
গবেষক, কলামিস্ট, মানবাধিকারকর্মী ও রাষ্ট্রচিন্তক । জন্ম : নোয়াখালীর সোনাইমুড়ির (অম্বরনগর) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে । পিতা : সুরুজ মিয়া ব্যাপারী ও মাতা : আনোয়ারা বেগম-এর কনিষ্ঠ সন্তান ।
লিখেন ভূ-রাজনীতি, ইতিহাস ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে। ইতোমধ্যে লিখেছেন- ‘ফিলিস্তিনের বুকে ইজরাইল’, ‘নাফ নদীর ওপারে’, ‘বাংলাদেশের সীমানার প্রত্যেকেই আমরা বাংলাদেশি বাঙ্গালি’, ‘কাশ্মির কার’ এবং ‘উগ্র হিন্দুত্ববাদ’ নামক পাঁচটি বই ৷

তথ্যসূত্র: ২০২১ সালে প্রকাশিত  ‘জানার অধিকার’  গ্রন্থ থেকে সংকলিত।