মো. সেলিম খান (Md. Selim Khan)

প্রথম পাতা » জীবনী » মো. সেলিম খান (Md. Selim Khan)


 মো. সেলিম খান

মো. সেলিম খান। জন্ম ১৯৮০ আটিগাও বড় বাড়ি লৌহজং উপজেলা মুন্সিগঞ্জ (বিক্রমপুর)। বর্তমান বসবাস ঢাকা । বাবা আব্দুর রউফ খান (ইঞ্জিনিয়ার)। মাতা : হোসনেয়ারা (সানু)। বাবার চাকুরির সুবাদে ছাত্রজীবন উত্তরবঙ্গ সিরাজগঞ্জ ডিগ্রি কলেজে কাটাতে হয়। ছোটবেলা থেকেই বিভিন্ন ছবি অঙ্কন, গল্প, কবিতা, প্রবন্ধ, সাহিত্যের সঙ্গে জড়িত। তিনি দেশবাসী সবার কাছে দোয়াপ্রার্থী।
লেখকের অন্যান্য প্রকাশিত ও অপ্রকাশিত বই- ১. হৃদয় মন্দির, ২. বর্তমান সরকার আমলের উন্নয়ন ও সাফল্যতা, ৩. শাড়ি বাঙালি নারীর প্রধান সৌন্দর্য, ৪. ট্রাজেডি।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘সি আইডি অফিসার’   গ্রন্থ থেকে সংকলিত।