রাজীব হোসেন শান্ত (rajib hossain shanto)
প্রথম পাতা » জীবনী » রাজীব হোসেন শান্ত (rajib hossain shanto)রাজীব হোসেন শান্ত
জন্ম মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে। ‘চতুর্দশপদী কবিতাবলী’ গ্রন্থটি তার অদম্য সাধনার ফল। এটি তার সেরা. সাহিত্যকর্ম বলে তিনি নির্বাচিত করেছেন । ইংরেজি সাহিত্য নিয়ে তিনি সরকারি কবি নজরুল কলেজে পড়াশুনা করেছেন। সাহিত্য সাধনা তার আজন্ম। তার প্রকাশিত গ্রন্থসমূহ : রজনীগন্ধা (কাব্যগ্রন্থ), শৃঙ্খলমুক্ত (কাব্যগ্রন্থ), স্বর্গভূমি বাংলাদেশ (কাব্যগ্রন্থ), ব্যথার মালা (উপন্যাস), বিবর্তনের কাল (কাব্যগ্রন্থ) এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা (নিবন্ধ)।
‘চতুর্দশপদী কবিতাবলী’ তার সপ্তম প্রকাশিত গ্রন্থ ।
তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা গ্রন্থ থেকে সংকলিত।