রাজীব হোসেন শান্ত (rajib hossain shanto)

প্রথম পাতা » জীবনী » রাজীব হোসেন শান্ত (rajib hossain shanto)


রাজীব হোসেন শান্ত (rajib hossain shanto)

রাজীব হোসেন শান্ত
জন্ম মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে। ‘চতুর্দশপদী কবিতাবলী’ গ্রন্থটি তার অদম্য সাধনার ফল। এটি তার সেরা. সাহিত্যকর্ম বলে তিনি নির্বাচিত করেছেন । ইংরেজি সাহিত্য নিয়ে তিনি সরকারি কবি নজরুল কলেজে পড়াশুনা করেছেন। সাহিত্য সাধনা তার আজন্ম। তার প্রকাশিত গ্রন্থসমূহ : রজনীগন্ধা (কাব্যগ্রন্থ), শৃঙ্খলমুক্ত (কাব্যগ্রন্থ), স্বর্গভূমি বাংলাদেশ (কাব্যগ্রন্থ), ব্যথার মালা (উপন্যাস), বিবর্তনের কাল (কাব্যগ্রন্থ) এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা (নিবন্ধ)।
‘চতুর্দশপদী কবিতাবলী’ তার সপ্তম প্রকাশিত গ্রন্থ ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা  গ্রন্থ থেকে সংকলিত।