সোহেলী মল্লিক (soheli mollik)

প্রথম পাতা » জীবনী » সোহেলী মল্লিক (soheli mollik)


 সোহেলী মল্লিক (soheli mollik)

সোহেলী মল্লিক

জন্ম : ১লা মার্চ জন্মস্থান : ঢাকা বাবা : মৃত আইয়ুব হোসেন মাতা ঃ হাফিজা বেগম বেড়ে ওঠাটা বেশ রোমাঞ্চকর। পিতা কর্মরত ছিলেন বিজেএমসিতে জেনারেল ম্যানেজার হিসাবে, তাইতো পিতার বদলীর সুবাদে থাকতে হয়েছে বিভিন্ন জেলায় । মানুষকে পর্যবেক্ষন করতে এবং মিশতে অনেক ভালোবাসেন। আর ভালোবাসেন পড়তে। হয়তো পড়তে পড়তে লেখার শুরু করেছেন সেই কৈশর থেকে। স্কুল কলেজ পেরিয়ে চলে এলেন ইউনিভার্সিটির গণ্ডিতে, সেখানে ফার্মাসিতে অনার্স, মাস্টার্স শেষ করে কর্ম জীবনে প্রবেশ করেন। দীর্ঘদিন লেখালেখি থেকে দূরে চলে গেলেও, বই পড়া চালিয়ে গেছেন। কবিতার প্রতি প্রেম থেকেই কবিতা লেখার শুরু। জীবনের বিভিন দিকের পর্যালোচনা, অভিজ্ঞতা, অনুভব থেকেই প্রথম কাব্যগ্রন্থ ‘জখম’ এর জন্ম।

তথ্যসূত্র: ২০২০  সালে প্রকাশিত  ‘জখম’   গ্রন্থ থেকে সংকলিত।