হোসনে আরা বেগম ( Hosne Ara Begum )

প্রথম পাতা » জীবনী » হোসনে আরা বেগম ( Hosne Ara Begum )


হোসনে আরা বেগম ( Hosne Ara)

হোসনে আরা বেগম  পিতা-মৃত মোহাম্মদ আলী শেখ, ১৯৫৭ ইং সালে গাজীপুর জেলার জয়দেবপুর থানার পূবাইল সাতানীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। (বর্তমানে থানা পূবাইল)। বাবা ফরেস্ট অফিসার ছিলেন। হোসনে আরা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ১৯৮১ ইং ডিসেম্বর এ ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এ সরাসরি এস.আই পদে চাকুরীতে যোগদান করেন। তিনি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, …পুরসহ দেশের বিভিন্ন থানায় পুলিশের বিভিন্ন শাখায় বিভিন্ন পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হিসেবে এস.বি তে যোগদান করেন। এছাড়া তিনি ঢাকা বিমান বন্দরেও পর্যায়ক্রমে তিনবার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশের সর্ব প্রথম নারী ওসি হিসেবে ডি.এম.পি ঢাকা ক্যান্টনমেন্ট থানায় এবং পরবর্তীতে ভাসানটেক থানায় যোগদান করেন। এরপর জাতিসংঘ হাইতি মিশন-এ একবছর চাকুরী করেন তিনি । তিনি পুলিশ শুটিং ক্লাবের একজন জাতীয় দক্ষ শুটার হিসেবেও পরিচিত। পরবর্তীতে পদোন্নতি লাভ করে সহকারী পুলিশ কমিশনার হিসেবে ভিক্টিম সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন তেজগাঁও, ঢাকা বাংলাদেশ-এ কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন।
তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত  ‘বাংলাদেশের প্রথম নারী ওসি বলছি’ গ্রন্থ থেকে সংকলিত।