আযীমুল হক (azimul haque)

প্রথম পাতা » জীবনী » আযীমুল হক (azimul haque)


আযীমুল হক (azimul haque)

আযীমুল হক   পিতা : মোহাঃ মোবারক আলী হাওলাদার। মাতা : আনোয়ারা বেগম ।
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পানগুছি নদীতীরে পুটিখালী গ্রামে জন্ম। শৈশব কেটেছে সুন্দরবন লাগোয়া এই নদীর নোনাজল গায়ে মেখে। শিক্ষক বাবার বেতের সুটকেসে রক্ষিত ছন্দকবিতার পাণ্ডুলিপি লোবান ঘ্রাণের মতো অতি সংগোপনে ঢুকে পড়েছিল মননে সেই দাঁতপড়া শৈশবে। বাড়ন্ত কৈশোরে সহোদর কবি আতিয়ার রহমানের কবিতা পড়ে পড়ে কবিতার পিছু হাঁটা।
ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, স্নাতকোত্তর । প্রথম চাকরি ব্যাংকে, তারপর বিসিএস শিক্ষা ক্যাডারে বাগেরহাট পিসি কলেজে অধ্যাপনা। বর্তমানে বিসিএস পুলিশ ক্যাডারে বাংলাদেশ পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা।
 তথ্যসূত্র: ২০২০  সালে প্রকাশিত  ‘ডুবে যেতে যেতে’   গ্রন্থ থেকে সংকলিত।