মুনিরা শাওরীন খান (Monira Shawrin Khan)

প্রথম পাতা » জীবনী » মুনিরা শাওরীন খান (Monira Shawrin Khan)


মুনিরা শাওরীন খান  (Monira Shawrin Khan)

মুনিরা শাওরীন খান  

মুজিবদর্শনে অনুপ্রাণিত প্ৰগতি ও সমৃদ্ধ বাংলাদেশের মানবতাকর্মী, প্রগতিশীল ঘরানার লেখক, কবি মুনিরা শাওরীন খান-এর জীবনযাত্রা ও শৈশব-কৈশোর এবং বেড়ে ওঠা টাঙ্গাইল জেলায়। গুণী শিক্ষক ও সমাজসেবক পিতা এ. কে. মঈন উদ্দিন খান আর মমতাময়ী মাতা ফিরোজা খানম-এর আলোকিত সুযোগ্য সন্তান তিনি।
তিনি বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ বি. এ এবং এম.এ ডিগ্রি অর্জন করেন। সভ্যতার আলোর বিকাশে দেশ ও সমাজকে অগ্রগামী করার ব্রত নিয়ে নিজেকে নিয়োজিত করেন শিক্ষকতা পেশায়। বর্তমানে তিনি বাংলা বিভাগের প্রভাষক হিসেবে শাহজাদপুর সরকারি কলেজ, সিরাজগঞ্জে কর্মরত।
দীর্ঘদিন ধরেই সাহিত্যচর্চা করে আসছেন গীতিকবি মুনিরা শাওরীন খান। সাহিত্য ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগী হওয়ায় সে পথে প্রচ্ছন্ন পদচারণাও প্রতিনিয়ত। তাঁর চিন্তা চেতনায় প্রগতি মানে শুধু এগিয়ে যাওয়া নয়, কল্যাণমুখী অগ্রগামিতা। সুর ও ছন্দ তাঁর মনকে আন্দোলিত করে বেড়ায় অহর্নিশ। “গানে প্রাণে শেখ মুজিব’ বইটি বাঙালি জাতি তথা মুজিব ভক্তের কোমল হৃদয়ে গীতি ও সুরের ঐকতানে প্রশমিত উদ্বেলন সৃষ্টি করবে ।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘গানে প্রাণে শেখ মুজিব’ ’ গ্রন্থ থেকে সংকলিত।