তাহেরা আফরোজ (tahera afrose)

প্রথম পাতা » জীবনী » তাহেরা আফরোজ (tahera afrose)


 তাহেরা আফরোজ  (tahera afrose)

তাহেরা আফরোজ
জন্ম ৩ ডিসেম্বর, ১৯৭৫। বাবা মো. আবদুল লতিফ, মা আফরোজা বেগম । কুর্মিটোলা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, হলিক্রস কলেজ থেকে এইচএসসি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স। আজকের কাগজ-এর নারী বিভাগ ‘সাতকাহন’-এর সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু। এরপর সমকাল-এর সাহিত্য সাময়িকী ‘কালের খেয়ায় সাহিত্য সম্পাদকের সহকারী এবং একই পত্রিকার ‘সারাবেলা বিভাগের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন।
২০০৫ সালে বিসিএস (শিক্ষা) কর্মকর্তা হিসেবে যোগ দেন । বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, রাজেন্দ্র কলেজ, কুমিদিনী সরকারি কলেজের পর বর্তমানে গার্হস্থ্য অর্থনীতি কলেজের সহকারী অধ্যাপক ।
তিনি একজন আবৃত্তিশিল্পী। মুক্তধারা সংস্কৃতিচর্চা কেন্দ্রের সদস্য। মঞ্চে নিয়মিত আবৃত্তি প্রযোজনার পাশাপাশি গ্রন্থনা ও নির্দেশনার কাজও করছেন।
প্রকাশিত অন্যান্য গ্রন্থ: জলতরঙ্গ (কবিতা, ২০১৭), ঘুণপোকা (গল্প, ২০১৮), এই শহরের রূপকথা (কবিতা, ২০১৯), রোজ গার্ডেন (আধিভৌতিক উপন্যাস, ২০১৯)।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘সুরের আগুন’  গ্রন্থ থেকে সংকলিত।