অমর কান্তি মজুমদার (Amor Kanti Majumdar)

প্রথম পাতা » জীবনী » অমর কান্তি মজুমদার (Amor Kanti Majumdar)


অমর কান্তি মজুমদার  (Amor Kanti Majumdar)

অমর কান্তি মজুমদার    টিভি অনুষ্ঠান নির্মাতা। ১৯৭৮ সালের ১৫ই জুন মাদারীপুর জেলাধীন রাজৈর উপজেলার অন্তর্গত খালিয়া ইউনিয়নের দক্ষিণ খালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে খালিয়া রাজা রাম ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক ও ১৯৯৫ সালে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, শশিকর থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৯৯ সালে রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ, ফরিদপুর থেকে বিএসএস (সম্মান) এবং ২০০০ সালে এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) এ লেখাপড়া শেষ করেন। কর্মজীবন শুরু করেন কোম্পানীর সেলসম্যান হিসেবে। দীর্ঘদিন বিভিন্ন কোম্পানীর সেলস এ চাকরী করার পর দু’বছর এনজিও’র মাইক্রো ক্রেডিট এ শাখা ব্যবস্থাপক হিসেবে দ্বায়িত্ব পালন করেন। ৩০ ডিসেম্বর ২০০৯ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত টিভি অনুষ্ঠান নির্মাতা হিসেবে কাজ করছেন ।

তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত   ’সুরেখা নামের সেই মেয়েটি’ গ্রন্থ থেকে সংকলিত।