মনিরুন নাহার(Monirun nahar)

প্রথম পাতা » জীবনী » মনিরুন নাহার(Monirun nahar)


মনিরুন নাহার
রোমান্টিকতার কবি মনিরুন নাহার এর জন্ম ১৯৬৭ সালে বি-বাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কদমতলী গ্রামে মাতুলালয়ে। বাবার বাড়ি একই জেলার পাড়াতলী গ্রামে। বাবা সরকারি কর্মকর্তা, মা শায়েস্তা বেগম ধর্মভীরু সুগৃহিণী।
কবি মনিরুন নাহার বৈবাহিকসূত্রে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বাসিন্দা। দুই ভাই তিন বোনের মধ্যে মনিরুন নাহার দ্বিতীয়। শিক্ষাগত যোগ্যতা এম এ. সি ইন এড এবং ডি এইচ এম এস। সুকণ্ঠী মনিরুন নাহারের ছোটবেলা থেকে লেখালেখি ও সঙ্গীতের প্রতি দুর্বলতা। অনেকগুলো স্থানীয়, জাতীয় দৈনিকে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়। এ পর্যন্ত ষাটটির অধিক লিটল ম্যাগাজিনে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। এছাড়াও বাংলাদেশ টিভি, রাজশাহী বেতারে তাঁর গান করার সুযোগ হয়েছে। সর্বোপরি বাচিকশিল্পী হিসাবেও তিনি সুনাম অর্জন করেন।

তথ্যসূত্রঃ২০২০ সালে প্রকাশিত ‘সোহাগী স্টেশনে মায়াবতী মনোরেল’ গ্রন্থ থেকে  সংকলিত।