মোহাফিজ আলী(Mohafiz Ali)

প্রথম পাতা » জীবনী » মোহাফিজ আলী(Mohafiz Ali)


 মোহাফিজ আলী

বৃহত্তম যশোর জেলার অন্তর্গত ঝিনাইদহ জেলার সাধুহাটী ইউনিয়নের রাঙ্গিয়ার পোতা গ্রামের মণ্ডল পরিবারে ১৯৪৯ খ্রি:-র ২৩ মে লেখকের জন্ম। মরহুম জোবেদ আলী মণ্ডল এবং মাতা সরভানু খাতুনের জ্যেষ্ঠ পুত্র। সাধুহাটী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র জীবনের শুরু ১৯৫৫-তে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি এজি (অনার্স) এবং কৃষি রসায়ন শাস্ত্রে এমএসসি (এজি) ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৭০ ও ১৯৭৩ সালে। ১৯৭৭-৭৮ সালে জার্মানী থেকে পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং ১৯৯৭ সালে ফুড ইরাডিয়েশন প্রোসেস কন্ট্রোলের ওপর প্রশিক্ষণ নেন কানাডা থেকে। ২০০৪ সালে এফএও কর্তৃক Safe Food & Quality Food’র ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন।
১৯৭৬ সালে বিসিএস খাদ্য ক্যাডারে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। সুদীর্ঘ ২৮ বছর খাদ্য অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন সদালাপী ও সুহৃদ কর্মকর্তা। সৃজনশীল মানুষ। বর্তমানে তিনি খাদ্য অধিদপ্তরের সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগের পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি নিবন্ধ, গবেষণাধর্মী প্রবন্ধ ও কবিতা লিখে থাকেন। তাঁর সম্পাদনায় ‘চেতনা’ ও ‘প্রত্যাশা’ নামে দু’টি স্মরণিকা যথাক্রমে মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবসে প্রকাশিত হয়। তাঁর লেখা বই- ‘স্বপ্নের স্বদেশ’, ‘জীবন জার্নাল’, ‘জার্মানীতে এগারো মাস’ ও ‘বন্দর থেকে বন্দরে’ (১ম খণ্ড)।
প্রকাশিতব্য : ‘বন্দর থেকে বন্দরে’ (২য় খণ্ড), বন্দর থেকে বন্দরে’ (৩য় খণ্ড) ও ‘জীবন ও প্রেম’। তিনি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। বিসিএস খাদ্য (সাধারণ) কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি। বাংলা একাডেমীর জীবন সদস্য। তিন সন্তানের জনক মোহাফেজ আলীর স্ত্রী তাহমিনা বেগম একজন সুগৃহিণী।

তথ্যসূত্রঃ২০০৫ সালে প্রকাশিত  ‘বন্দর থেকে বন্দরে’  গ্রন্থ থেকে  সংকলিত।