কাজী শিরিন (kazi shirin)

প্রথম পাতা » জীবনী » কাজী শিরিন (kazi shirin)


কাজী শিরিন (kazi shirin)

কাজী শিরিন  জন্ম কুমিল্লা শহরে । শহর কেন্দ্রিক পারিবারিক-সাংস্কৃতিক পরিমণ্ডলে তিনি বেড়ে ওঠেন। তাঁর বাবা কাজী আমান উল্লাহ্ ছিলেন বি.আই.ডব্লিউ.টি.এ-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা । বাবার উৎসাহে এবং পারিবারিক উদ্যোগে তিনি ‘কুমিল্লা সাহিত্য জোট’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং উক্ত সংগঠনের সভানেত্রী হিসেবে দীর্ঘদিন কুমিলা শহরে কার্যক্রমে অংশ গ্রহণ করে সুনাম অর্জন করেন। ছোটবেলা থেকে কাজী শিরিনের লেখালেখি, গান ও কবিতা আবৃত্তির প্রতি অনুরাগ থাকলেও স্কুল জীবনের শেষ পরীক্ষা দিয়েই তিনি ‘নারায়ণগঞ্জ সাহিত্য জোট’ সংগঠনে যোগদান করেন । এ সময়েই তাঁর রচিত কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হতে থাকে এবং তিনি নানাবিধ পুরস্কারেও ভূষিত হন । প্রকৃতিপ্রেমী, মানবদরদী কাজী শিরিন বাবার চাকুরীর সুবাদে বহু জেলার জীবন যাত্রার সাথে পরিচিত হন । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে, অধ্যাপনা পেশায় স্থায়ী নিবাস গড়েন রাজধানীতে। এ সময় থেকেই তিনি জাতীয় কবিতা পরিষদ, চারুকণ্ঠ আবৃত্তি সংসদ, সুকান্ত সাহিত্য পরিষদের সাথে জড়িত হন।
অধ্যাপনা পেশা হলেও সামাজিক কর্মকাণ্ডেই কবি কাজী শিরিন উৎসাহ বোধ করেন বেশি।


 তথ্যসূত্র: ২০১০ সালে প্রকাশিত  ‘জীবন যখন যেখানে’ গ্রন্থ থেকে সংকলিত।