তালাশ খান (talas khan)

প্রথম পাতা » জীবনী » তালাশ খান (talas khan)


তালাশ খান (talas khan)

তালাশ খান  ১৯৯২ সালের ১৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামে পিতা মো: খবির উদ্দীন ও মাতা মোছা: সাহিদা খাতুনের ঔরসে তাঁর জন্ম ।
দর্শনা শহরে তালাশ খান নামে পরিচিত হলেও তার পুরো লেখকের পুরো নাম মো: আবু সাঈদ হোসেন তালাশ খান। তিনি কেরু উচ্চ বিদ্যালয় থেকে ২০০৮ সালে এসএসসি ও দর্শনা সরকারী কলেজ থেকে ২০১০ সালে এইচএসসি পাশ করেন। এরপর চুয়াডাঙ্গা সরকারী কলেজ থেকে বিবিএ ও এমবিএ মাধ্যমে একাডেমীক পড়াশুনা সমাপ্ত করেন।
বর্তমানে তিনি একটা বেসরকারী কোম্পানিতে হিসাবরক্ষক হিসাবে কর্মরত আছেন। এছাড়াও তিনি বিভিন্ন অনলাইন সাহিত্য ও পত্রিকায় নিয়মিত লেখালেখি
করেন।
ছোটবেলা থেকে বই পড়ার প্রতি তাঁর তীব্র আগ্রহ । তিনি সমাজের প্রচলিত অন্যায়, অবিচার, অসংগতি ও মানুষের দুঃখ কষ্ট নিয়ে লেখালেখি করতে ভালোবাসেন। গল্পস্পৃহা তাঁর প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ ।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘গল্পস্পৃহা”  গ্রন্থ থেকে সংকলিত।