দেবব্রত নীল (debobrata neel)

প্রথম পাতা » জীবনী » দেবব্রত নীল (debobrata neel)


দেবব্রত নীল  (debobrata neel)

 দেবব্রত নীল   লেখালেখি আমার কাছে বুদ্ধের তপস্যার মত। আমার ভালোলাগা ও ভালোবাসা পাখির সাথে, ফুলের সাথে আর নদীর সাথে। পূর্ণিমার পূর্ণ লগনে এক ফাল্গুনি রাতে কবি হওয়ার উন্মাদ বাসনা নিয়ে ঘর ছেড়েছি। আমি বিশ্বাস করি কবিতার মধ্যেই দেবতার প্রকাশ। এই দেবতার পায়ে অঞ্জলি নিবেদন করাই আমার জীবনের ব্রত ।
আমার জন্ম ৩রা অগ্রহায়ণ ১৩৯৩, গাজীপুর জেলার জয়দেবপুরের সাড়াইয়া গ্রামে। আমি নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করি। বর্তমানে সরকারি চাকরিতে নিয়োজিত আছি
প্রকাশিত গ্রন্থসমূহ—
আমি শহীদ মিনার বলছি (কাব্যগ্রন্থ) ২০১৩
আঙ্গুল (The Broken Finger Nail of Dirty Hand) উপন্যাস ২০১৪
ভূমিপুত্র (কাব্যগ্রন্থ) ২০১৫
ধূমকেতু (কাব্যগ্রন্থ) ২০১৬
অনিন্দ্য ভূবনে (কাব্যগ্রন্থ) ২০১৭
আত্মহত্যার আগে (কাব্যগ্রন্থ) ২০১৮।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘বুল্বুলিতে ধান খেয়েছে’   গ্রন্থ থেকে সংকলিত।