ড. আসাদুজ্জামান খান (Dr. Asaduzzaman Khan)

প্রথম পাতা » জীবনী » ড. আসাদুজ্জামান খান (Dr. Asaduzzaman Khan)


ড. আসাদুজ্জামান খান (Dr. Asaduzzaman Khan)

ড. আসাদুজ্জামান খান   সমকালীন সাহিত্যের গবেষণায় বিশেষ করে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য গবেষণায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। উভয় বিষয়ে তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। গবেষণামূলক প্রবন্ধের পাশাপাশি গল্প ও উপন্যাস লেখায়ও তার দক্ষতা রয়েছে।
পেশাগত জীবনে তিনি পুরাদস্তর সাংবাদিক। শিক্ষকতাও করেছেন। পত্রপত্রিকায় প্রকাশিত তার প্রবন্ধ ও ফিচারের সংখ্যা প্রচুর। নিরন্তর লেখালেখির পাশাপাশি সম্পাদনাও করেছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যয়ের একাধিক সহায়ক গ্রন্থের । সাহিত্যের সেবায় নিজেকে নিয়োজিত রেখে তিনি সৃষ্টি করে চলেছেন সৃজনশীল কার্যক্রম।
তার প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে ‘বাংলাদেশের উপন্যাসে মুক্তিযুদ্ধের রূপ ও শিল্পসাফল্য’ ও ‘বাংলাদেশের কথাসাহিত্যে ভাষা আন্দোলনের চেতনা’ উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধ নিয়ে লেখা তার উপন্যাস ‘একাত্তরের যাত্রী’ ও ‘ডানপিটে মুক্তিযোদ্ধা’ পাঠক মহলে সাড়া জাগিয়েছে।
জন্ম যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খানপুর গ্রামে । উচ্চশিক্ষা নিয়েছেন ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে অনলাইন সংবাদপত্র নগরবার্তার সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের জন্য পেয়েছেন একধিক সম্মাননা ও পুরস্কার ।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত   ’উপন্যাসে ভাষা আন্দোলন’  গ্রন্থ থেকে সংকলিত।