মাহবুবা চৌধুরী (mahbuba chowdhury)
প্রথম পাতা » জীবনী » মাহবুবা চৌধুরী (mahbuba chowdhury)মাহবুবা চৌধুরী
জন্ম চাঁদপুর, ১৯৬১ সালের ১লা ডিসেম্বর, বাংলা ১৫ অগ্রহায়ণ ।
চাঁদপুরে জন্ম হলেও বাবার চাকুরি সুবাদে শিশু-শৈশব কৈশোর সবই চট্টগ্রাম শহরে । পাঁচ ভাই-বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। স্কুল জীবন শুরু ‘পুলিশ লাইন স্কুল’ দিয়ে। চতুর্থ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত ‘পোস্তারপাড় আসমা খাতুন উচ্চ বিদ্যালয়’-এ। ‘চট্টগ্রাম সরকারী কলেজ’ থেকে এইচএসসি এবং ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ (১৪তম ব্যাচ-১৯৮২) থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরীক্ষার রেজাল্ট না হতেই তাঁর কর্মজীবন শুরু হয় “Youngone Garments’ এর মাধ্যমে। পরবর্তীতে Morning Sun School, Fazlur Rahman Degree College, BRAC Bangladesh, Jiban Bima Corporation, CMT College-Ctg -এ কর্মরত ছিলেন। বর্তমানে ‘Fresh & Easy’ তে M.D. & CEO এবং Honorary হিসেবে Director HR & Admin of Dolphin Maritime Services Ltd. -এ কর্মরত।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘এক মুঠো চাঁদ’ গ্রন্থ থেকে সংকলিত।