মো. জাহাঙ্গীর আলম আজাদ (jahangir alam ajad)

প্রথম পাতা » জীবনী » মো. জাহাঙ্গীর আলম আজাদ (jahangir alam ajad)


মো. জাহাঙ্গীর আলম আজাদ (jahangir alam ajad)

মো. জাহাঙ্গীর আলম আজাদ জন্ম : ১৫ ফেব্রুয়ারি, ১৯৮৯খ্রি.
পিতা : মো. আমজাদ হোসেন, রেলওয়ে কর্মচারী । মাতা : মোছা. জাহানারা বেগম, গৃহিনী ।
পড়াশুনা : কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণি, রামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,
বোনারপাড়া সরকারি (ডিগ্রি) কলেজ থেকে এইচএসসি এবং গাইবান্ধা সরকারি কলেজ থেকে ‘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি’ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন । কর্মজীবন: বর্তমানে ‘আলোকবর্তিকা স্কুল এন্ড কলেজ- বোনারপাড়ায়’ শিক্ষকতা পেশায় নিয়োজিত
অর্জন : ২০১২ খ্রিস্টাব্দে জুমারবাড়ি ডা. আব্দুর রাজ্জাক শিশু নিকেতন থেকে ‘লেখক সম্মাননা পদক ।’
২০১৫ খ্রিস্টাব্দে ঢাকায় অনুষ্ঠিত ‘কবি ও কবিতার মেলায়’ ‘জয় বাংলা সাহিত্য পদক।’
২০১৮ খ্রিস্টাব্দে বোনারপাড়া লেখকচক্রের পক্ষ থেকে ‘লেখক সম্মাননা পদক।’
২০১৯ খ্রিস্টাব্দে ‘আলোকবর্তিকা স্কুল এন্ড কলেজ- বোনারপাড়ার’ পক্ষ থেকে ‘লেখক সম্মাননা পদক’ প্রাপ্তি ।
কবির প্রকাশনাঃ কাব্যগ্রন্থ মানুষ নামের মূর্তি (বইমেলা-২০১২) মনঘুড়ি (বইমেলা-২০১৪)
স্বপ্ন রঙিন দেশ (বইমেলা-২০১৫) ছড়া দিলাম ছড়িয়ে (বইমেলা-২০১৭) গল্পগ্রন্থ
হাবলু-বাবলুর মিশন (বইমেলা-২০১৫) পড়ন্ত বেলায় (বইমেলা-২০১৬)

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘স্বপ্ন ছোঁয়ার ইচ্ছে’ গ্রন্থ থেকে সংকলিত।