এম. এ. হান্নান (m.a.hannan)

প্রথম পাতা » জীবনী » এম. এ. হান্নান (m.a.hannan)


এম. এ. হান্নান (m.a.hannan)

এম. এ. হান্নান ২রা মার্চ ১৯৭৮ সালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকপালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা: এম বিএ (মার্কেটিং) বর্তমানে তিনি ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংকে কর্মরত রয়েছেন। বাংলাদেশের সাহিত্য অঙ্গনে বর্তমান সময়ের একজন অন্যতম লেখক এম. এ. হান্নান । পেশায় একজন ব্যাংকার হলেও তিনি দীর্ঘদিন ধরে ছড়া, কবিতা, গান, গল্প লিখেছেন। ইতোপূর্বে প্রকাশিত হয়েছে তাঁর একাধিক ছড়া, কাব্য, উপন্যাস ও গল্পগ্রন্থ । নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সাহিত্যচর্চা করে কবি ও ছড়াকার হিসেবে দেশে বিশেষ পরিচিতি লাভ করেছেন। ইতোমধ্যে তাঁর লেখা বই সরকারী রাজস্বখাত গণ-গ্রন্থাগারেও স্থান করে নিয়েছে। এছাড়াও তাঁর বই বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় পাঠ্য বই হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমানে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১১টি। ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ গ্রন্থ খানা মূলত একটি ছড়া-কাব্য গ্রন্থ ।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’  গ্রন্থ থেকে সংকলিত।