আমিনুল ইসলাম(Aminul islam)

প্রথম পাতা » জীবনী » আমিনুল ইসলাম(Aminul islam)


 আমিনুল ইসলাম

লেখক প্রকৌশলী আমিনুল ইসলাম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা’র অধীনস্থ সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড-এ একজন প্রকৌশলী হিসেবে দীর্ঘদিন কর্মরত আছেন। লেখক ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর একজন সদস্য।
তিনি ১৮ এপ্রিল ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। ২০০৮ সালে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেন।
লেখক দুই কন্যা সন্তানের জনক। লেখকের স্ত্রী টেক্সটাইল ইঞ্জিনিয়ার। লেখকের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যকরী কমান্ডার। মা একজন গৃহিণী।
লেখক চার ভাই-বোনের মধ্যে মেজো সন্তান । বড় ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত । ছোট ভাই একজন বিসিএস এডমিন ক্যাডার, নির্বাহী ম্যাজিস্ট্রেট একমাত্র ছোট বোন স্কলারশীপে সাউথ চায়না ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং পড়ছেন ।
লেখকের প্রকাশিত বইসমূহ, কাব্যগ্রন্থঃ কাব্যের ছায়াপথ, গল্পগ্রন্থঃ জীবনের গল্প ও এক শিশি আতর, উপন্যাসঃ অষ্টপ্রহর ভালোবাসা । এছাড়া বেশ কয়েকটি যৌথ বই বের হয়েছে।

 তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘’তৃতীয় দৃষ্টি”’ গ্রন্থ থেকে সংকলিত।