শাহ্ ফকির বাউল কবি মোঃ মহিউদ্দিন (Mohammad mohiuddin)

প্রথম পাতা » জীবনী » শাহ্ ফকির বাউল কবি মোঃ মহিউদ্দিন (Mohammad mohiuddin)


বাউল কবি মোঃ মহিউদ্দিন

বাউল কবি মোঃ মহিউদ্দিন  ১৯৬০ ইং সালে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বড় ফাল্গুলী গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতাঃ মরহুম শাহ ফকির মোঃ আঈনদ্দীন মোল্লা এবং মাতাঃ মরহুম লালজান বেগম। তার পিতা ছিলেন পেশায় একজন সরকারি চাকুরীজীবি। এছাড়াও তিনি ছিলেন একজন সুফী সাধক ও বাউলপ্রেমী। তিনি বাউল সঙ্গীত ভালোবাসতেন ও অবসর সময়ে গান লিখতেন। বাবার এই লেখালেখি থেকেই মূলত তার হাতেখড়ি ও অনুপ্রেরনা। চার ভাই-বোনের ভিতর তিনি ছিলেন সবার ছোট, অত্যন্ত আদরের এবং ডানপিটে স্বভাবের। ছোটবেলা থেকে তিনি খেলাধুলা বেশি পছন্দ করতেন এবং তিনি একজন ভালো ফুটবল খেলোয়ার ছিলেন। নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা শেষ করার পরে মাধ্যমিক পড়ালেখার জন্য প্রথমে ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও পরবর্তীতে বিলনালিয়া উচ্চ বিদ্যালয় ভর্তি হন এবং সেখান থেকে মাধ্যমিক পাশ করেন। তারপর তিনি বেসরকারী চাকুরীতে যোগদান করেন ফলে চাকুরীর সুবাদে বিভিন্ন যায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পান। লেখালেখির প্রতি তার আগ্রহ ছিলো সেই ছোটবেলা থেকেই তাই চাকুরীর পাশাপাশি লেখালেখি তার নেশা ও পেশা হিসেবে আঁকড়ে ধরেন। তিনি বাউল সংস্কৃতিকে বুকে লালন ও ধারন করেন ফলে প্রখ্যাত বাউল শিল্পীদের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। তারপর থেকে তিনি বাংলাদেশের বাউল সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনে জড়িয়ে পড়েন। এই পর্যন্ত তিনি রচনা করেন প্রায় এক হাজারের বেশি বিভিন্ন প্রকার সুফিসংগীত, বাউল সঙ্গীত, পল্লীগীতি, ভাটিয়ালী, ইসলামী সঙ্গীত এবং প্রায় দুই শতাধিক এর বেশি কবিতা, প্রবন্ধ ও ছোট গল্প। তার লেখা ও সুর করা গান বাংলাদেশের অনেক স্বনামধন্য বাউল শিল্পী গেয়েছেন এবং বর্তমানে অনেকেই গাচ্ছেন। একাধারে তিনি একজন গীতিকার, সুরকার, বাউল ও কবি তাই সকলে তাকে বাউল কবি মহিউদ্দিন বলে সম্বোধন করে থাকেন। ১৯৯৯ ইং সালে তার প্রথম কবিতা ‘সেতু” নামের একটি সাহিত্যে পত্রে নগরকান্দা জাতীয় কবিতা পরিষদের উদোগে প্রকাশিত হয়। তখন তিনি ‘জাতীয় কবিতা পরিষদ’ নগরকান্দা উপজেলা শাখার সহ-সভাপতি পদে মনোনীত ছিলেন। এরপর বিভিন্ন অনলাইন পত্রিকায় ও তার কবিতা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ‘বাংলাদেশ তরিকত ফেডারেশন” নগরকান্দা উপজেলা শাখার সহ-সভাপতি এবং ‘জাতীয় কবিতা পরিষদ’ ফরিদপুর জেলা শাখার সদস্য হিসেবে মনোনীত আছেন। অমর একুশে বই মেলা ২০২৩ এ প্রকাশিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণা’ এই বইটি তার রচিত প্রথম কাব্যগ্রন্থ ।

তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত  ‘বঙ্গবন্ধুর সপ্নপূরণ’  গ্রন্থ থেকে সংকলিত।