বাদল মেহেদী(Badol mehedi)
প্রথম পাতা » জীবনী » বাদল মেহেদী(Badol mehedi)জন্ম ১৪ ফেব্রুয়ারি ১৯৪২, টাঙ্গাইল । স্কুল জীবন শেষ করেছেন শিবনাথ হাইস্কুল টাঙ্গাইল থেকে। তৎকালীন জগন্নাথ কলেজ, ঢাকা থেকে বাণিজ্যে স্নাতক। ছাত্রাবস্থায় কর্মজীবন শুরু । কখনো চাকরি আবার কখনো ব্যবসা। বিচিত্র অভিজ্ঞতায় জীবন সমৃদ্ধ হতে না হতেই হঠাৎ করেই ছন্দপতন। ১৯৮৪ সালে হৃদরোগে আক্রা ন্ত হওয়ার পর থেকেই চলছে কঠিন এ অসুখের সাথে সহাবস্থান। কর্মজীবনে স্থবিরতা এলেও নিরলস লিখে চলেছেন- গল্প, উপন্যাস, কবিতা এবং ছড়া। তবে গদ্য লেখক হিসেবেই পরিচিতি বেশি। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা তেতাল্লিশ ।
তথ্যসূত্র: ২০১৭ সালে প্রকাশিত ‘’গল্প সমগ্র’ গ্রন্থ থেকে সংকলিত।