হারুনুর রশীদ (Harunur Rashid)

প্রথম পাতা » জীবনী » হারুনুর রশীদ (Harunur Rashid)


হারুনুর রশীদ  (Harunur Rashid)

হারুনুর রশীদ  শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাধীন “ইন্দিলপুর মধ্যপাড়া” গ্রামে ১৯৭১ সনে জন্মগ্রহণ করেন । তাঁর পিতা মরহুম রজব আলী মাস্টার ও মাতা হাজেরা খাতুন। ছোটবেলা থেকেই নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও কাজে এবং লেখালেখির সাথে জড়িত। তাঁর প্রতিষ্ঠিত কলেজ স্টুডেন্ট’স এসোসিয়শেন (সি এস এ) ইন্দিলপুর অন্যতম প্রিয় সংগঠন। স্বনির্ভর বাংলাদেশ সংগঠনের আওতায় ১৯৯৫ সনে নিজ গ্রাম ইন্দিলপুর মধ্যপাড়াকে নিরক্ষরতা মুক্ত করেন একদল স্বেচ্ছাসেবী নিয়ে। ২০১৮ সনে নিজেরা ভাইবোনেরা মিলে ইন্দিলপুরেই তাঁর পিতার নামে “রজব আলী মাস্টার” স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠা করেন । দেশের বৃহত্তম সাহিত্য সংগঠন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ এর কেন্দ্রীয় কমিটির মিডিয়া সমন্বয়ক হিসেবে দায়িত্বরত। দেশের সাড়া জাগানো অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ডিভাইন হেল্পার’স অফ বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘শতরূপা’ গ্রন্থ থেকে সংকলিত।