মৌলী আখন্দ (moulee akhund)

প্রথম পাতা » জীবনী » মৌলী আখন্দ (moulee akhund)



 মৌলী আখন্দ (moulee akhund)


মৌলী আখন্দ    জন্ম ১৯৮৬ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, বসবাস ঢাকায়। মাবাবার প্রথম সন্তান, এক কন্যার জননী। পেশায় ডক্টর, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল থেকে এমবিবিএস পাস করেছেন । মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে মাস্টার্স ডিগ্রী লাভ করে বর্তমানে শিশু মেডিসিন বিষয়ে এফসিপিএস কোর্সে অধ্যয়নরত। হলিক্রস স্কুল ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেছেন।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘একা’ গ্রন্থ থেকে সংকলিত।