জে. আলী (J.Ali)

প্রথম পাতা » জীবনী » জে. আলী (J.Ali)


 জে. আলী

হুমায়ুন পরবর্তী বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় লেখক জে. আলী । তার লেখায় টান আছে, আছে পাঠককে মন্ত্রমুগ্ধের ন্যায় ধরে রাখার চমৎকার লেখনীশৈলী। ১৯৭৯ সালের ৩ মার্চ টাঙ্গাইল শহরের পূর্ব পাশের পয়লা গ্রামে জন্ম নেওয়া এই লেখক পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে। লাবনী পয়েন্ট তার প্রথম গল্পগ্রন্থ। জীবনের প্রয়োজনে অধ্যাপনা করলেও লেখালেখিই তার ব্রত। ভালোবাসেন বই পড়তে, দুষ্প্রাপ্য বই সংগ্রহ করতে। সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন মিডিয়া জার্নালিস্ট ফোরাম অ্যাওয়ার্ড-২০১৯ এবং ‘অভিশাপ’ উপন্যাসের জন্য পেয়েছেন মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২০।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘’কিংবদন্তির নীরব ধন’ গ্রন্থ থেকে সংকলিত।