জামিল রায়হান(Jamil Raihan)

প্রথম পাতা » জীবনী » জামিল রায়হান(Jamil Raihan)


 জামিল রায়হান

জন্ম ১৫ ডিসেম্বর, ১৯৫৬ চাঁপাইনবাবগঞ্জ জেলার চর অনুপ নগর গ্রামে। ছাত্রাবস্থা থেকেই কবিতাচর্চা শুরু। সত্তর দশকের দ্বিতীয় ভাগে শীর্ষস্থানীয় পত্রপত্রিকায় প্রকাশিত তাঁর লেখা দেশের কবিতাপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে। এসময়ের লিটল ম্যাগাজিনেও ছিল তাঁর দাপুটে উপস্থিতি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ এম.এ । সোনালী ব্যাংকে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে চাকুরি সমাপ্ত করে বর্তমানে পেশাদার লেখক হিসেবে আত্মনিয়োগ করেছেন। সহধর্মিণী শাহিদা পারভীন ক্যাডেট কলেজের শিক্ষকতা শেষে অবসরে। পুত্র শাকিল ফারহান মিঠুন আর কন্যা ডা. রিফাত ফারজান নিপুণ আন্তরিকতার সাথে সুযোগ্য উত্তরাধিকার বহন করে চলেছে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ‘শেকড়ে মাটির ঘ্রাণ’ (২০১১), ‘বুকের ভেতর ঘর বসতি (২০১৭)। প্রকাশিতব্য স্মৃতিকথা ‘নন্দিতা গর্ভধারিণী ও তাঁর নিজস্ব আকাশ’।

তথ্যসূত্র: ২০১৭ সালে প্রকাশিত ‘’বুকের ভেতর ঘর বসতি ’ গ্রন্থ থেকে সংকলিত।