পুলক কান্তি ধর (pulok kanti dhar)

প্রথম পাতা » জীবনী » পুলক কান্তি ধর (pulok kanti dhar)


পুলক কান্তি ধর (pulok kanti dhar)

পুলক কান্তি ধর  জন্ম মৌলভীবাজার জেলা শহর পশ্চিমবাজারে। তিনি কবিতা লেখার পাশাপাশি সাহিত্য-সাংস্কৃতিক সংগঠক ও প্রকাশক হিসেবে খুব নিবেদিত প্রাণ। তিনি ‘বিশ্ব কবিমঞ্চে’র প্রতিষ্ঠাতা। তার লেখা প্রথম কাব্যগ্রন্থ চাঁদের পরশে তুমি রমণী হলে ২০০৪ সালে প্রকাশিত হয়। দ্বিতীয় কাব্যগ্রন্থ আমি তো নই সঙ্গীবিহীন ২০১১ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয়। মানুষ ও কবিতাকে ভালবেসে ছুটে বেড়ান দেশের নানা প্রান্তরে। দেশের বাহিরেও তার যাতায়াত প্রতিনিয়ত। তিনি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন ।
তিনি অনেক কাব্যগ্রন্থ সম্পাদনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুই বাংলার কবিদের লেখা নিয়ে কাব্য সংকলন উজান পাহাড় ভাটি নদী, কখনো পাহাড় কখনো নদী, কবিমঞ্চ এছাড়াও তার যৌথ সম্পাদিত কাব্যগ্রন্থ মেঘে মেঘে ভালবাসা, কাব্যস্নান, দাঁড়াও সমূহ বিষাদ, ভাষান্তরে বাংলা ভাষার কতিপয় পংক্তি ইত্যাদি। পুলক কান্তি ধর আমন্ত্রিত কবি হিসেবে ভারতের আসাম রাজ্যের শিলচর, করিমগঞ্জ, ত্রিপুরা রাজ্যে আগরতলা, কৈলাশহর, ধর্মনগর, পশ্চিমবঙ্গের কলকাতা, নদীয়া, হাওড়া, কোচবিহারসহ নানা অঞ্চলে যোগদান করেন।
তথ্যসূত্র: ২০১৮  সালে প্রকাশিত  ‘যেতে হবে তাই যাব’ গ্রন্থ থেকে সংকলিত।