সামিয়া রুবাইয়াত হোসেইন(Samia Rubayet Hussain)

প্রথম পাতা » জীবনী » সামিয়া রুবাইয়াত হোসেইন(Samia Rubayet Hussain)


 সামিয়া রুবাইয়াত হোসেইন
জন্ম : ২৯ অক্টোবর ১৯৭৫, কিশোরগঞ্জ । বাবা : আলহাজ্ব মোহাম্মদ হোসাইন আলী, শিক্ষানুরাগী ও সাহিত্যসেবী।মা : বেগম রাজিয়া হোসাইন, কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ সমাজসেবক।শিক্ষা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্সসহ এম এ, এম বি এ এবং এম এস (ইনফরমেশন সাইন্স, নিউ দিল্লী)। সংস্কৃতি : সঙ্গীত, আবৃত্তি, গীটার ও নান্দনিক শিল্পচর্চায় নিষ্ঠাবান।
পেশা : সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকে কর্মকর্তা হিসেবে চাকরি করেছেন। বর্তমানে বিসিএস (তথ্য) ক্যাডারে কর্মরত।
লেখালেখি : স্কুল জীবন থেকে লেখালেখির শুরু। বিভিন্ন দৈনিক ও সাময়িকীতে লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে। গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ সবই লেখেন। অনুবাদকর্মে বিশেষ আগ্রহী। প্রকাশিত গ্রন্থ :
লাল মোরগের গল্প (শিশু-কিশোর)
চুমকি (কিশোর উপন্যাস)
সাহিত্য কথা (প্রবন্ধ)
প্রত্যাহৃত সময় (উপন্যাস)
গল্প যদি শুনবে এসো (শিশু-কিশোর)
স্বীকৃতি : সঙ্গীত, আবৃত্তি, ছবি আঁকা এবং গল্প- প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় বহু পুরস্কার প্রাপ্ত। কিশোর সাহিত্য এবং সংগঠন পরিচালনায় সম্মাননা পেয়েছেন একাধিকবার।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘কখন হলো যে দুপুর’’ গ্রন্থ থেকে সংকলিত।