রোকেয়া দীপা (রোকেয়া দীপা)

প্রথম পাতা » জীবনী » রোকেয়া দীপা (রোকেয়া দীপা)


রোকেয়া দীপা (রোকেয়া দীপা)

রোকেয়া দীপা   জন্ম  ১৯৮০ সালে বাংলাদেশের ঢাকায়, মোহাম্মদপুরে দাদাবাড়িতে। লালমাটিয়া গার্লস কলেজে যখন পড়তেন, তখন লিখতেন নিজের জন্য। ছবি আঁকতে, বই পড়তে, দেশ-বিদেশ ঘুরতে পছন্দ করেন। তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার। ঢাকা ব্যাংকে কাজ করেছেন কিছুদিন। ২০১১ সাল থেকে নিউইয়র্কে বাস করছেন । সেখানে বিভিন্ন সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত। প্রকৃতির প্রতি একটা টান অনুভব করেন। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি রয়েছে গভীর ভালোবাসা। ২০১৯ সালে তাঁর প্রথম কবিতার বই ‘জোনাকি পোকা’ প্রকাশিত হয়। তাঁর কবিতা, গল্প ‘সত্যের সৈনিক’, ‘কালের কণ্ঠ’, ‘প্রথম আলো’, ‘নিউজজি২৪ ডট কম’, ‘নারী’ প্রভৃতি পত্রিকা আর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বর্তমানে ‘প্রথম আলো’র উত্তর আমেরিকা সংস্করণে রিপোর্টার হিসেবে কাজ করছেন।

তথ্যসূত্র: ২০২০  সালে প্রকাশিত  ‘বিষণ্ণ বিহঙ্গ  গ্রন্থ থেকে সংকলিত।