রাকিব সামছ শুভ্র (rakib shams shuvro)

প্রথম পাতা » জীবনী » রাকিব সামছ শুভ্র (rakib shams shuvro)


রাকিব সামছ শুভ্র (rakib shams shuvro)

রাকিব সামছ শুভ্র
জন্ম ৮ নভেম্বর ১৯৭৬, চাঁদপুরে। বাবা ডা. সামছুল হক ও মা রোকসানা ইসলাম। গ্রামের বাড়ি শরীয়তপুর, পড়ালেখা কুমিল্লায়। কর্মসূত্রে পরিবারসহ ঢাকায় বসবাস করছেন। বর্তমানে জিও স্টিল (বিডি) লিমিটেডের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে কর্মরত। জীবনসঙ্গী জান্নাতুল ফেরদৌস রুমা একজন ব্যাংকার।
নিজে হাসতে এবং অন্যকে হাসাতে পছন্দ করেন রাকিব সামছ শুভ্র। এমনকি ছেলেদের বানিয়ে গল্প বলা, ঘুরে বেড়ানো এবং ছবি তোলাও তার বিশেষ শখ ।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘রঙে  ভরা রম্য’  গ্রন্থ থেকে সংকলিত।