নুরুন নাহার লিলিয়ান (Nurun Nahar Liliyan)
প্রথম পাতা » জীবনী » নুরুন নাহার লিলিয়ান (Nurun Nahar Liliyan)নুরুন নাহার লিলিয়ান জন্মগ্রহণ করেছেন মুন্সিগঞ্জ বিক্রমপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করার পর চাকরি করেছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ।
বর্তমানে লেখালেখিই একমাত্র নেশা ও পেশা। নিজেকে ‘লেখক’ পরিচয় দিতেই ভালোবাসেন।
প্রকাশিত একক বই ১০টি, সম্পাদনা করেছেন ৩টি, যৌথ সংকলন ২০টির ও অধিক। বিভিন্ন জাতীয় পত্রিকা,ব্লগ ও অনলাইনে নিয়মিত লিখেন।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘আনন’ গ্রন্থ থেকে সংকলিত।