মুহাম্মদ আমির হোসেন (muhammad amir hossain)
প্রথম পাতা » জীবনী » মুহাম্মদ আমির হোসেন (muhammad amir hossain)মুহাম্মদ আমির হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ভাঙ্গাইন্না (টাকাই) গ্রামে ৭ই মার্চ ১৯৭৩ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব- কৈশোর কেটেছে শিল্পনগরী খুলনা খালিশপুরের প্লাটিনাম কলোনিতে, বর্তমানে ঢাকায় বসবাসরত। পিতা মোঃ আব্দুল খালেক মাতা মরহুমা জাহানারা খালেক, বড়বোন লুৎফুন্নাহার ও নাজমা বেগম, বড় ভাই ইঞ্জিনিয়ার জমির হোসেন ও ছোট ভাই ইঞ্জিনিয়ার আলী হোসেন। তিনি মেজো । তিনি ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সফল সংগঠক কবি মুহাম্মদ আমির হোসেন মুক্তাঙ্গন সাহিত্য পরিষদ (১৯৮৮) ও চেতনা সাহিত্য সংসদ (১৯৯০) এর প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি ফৌজিয়া খসরু দাখিল মাদ্রাসার দাতা সদস্য ও বড়ভাঙ্গাইন্না জামে মসজিদের বর্তমান সহ-সভাপতি । ব্যক্তিগতভাবে মাহি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, মার্সকেম, মার্স টেক্সট্রিমের স্বত্বাধীকারী । এছাড়াও পিসডা (এনজিও) ও মার্সস্ট্রিসে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন ।
মুহাম্মদ আমির হোসেনের সহধর্মিনী একজন সু-গৃহিনী, পুত্র রাজ মুহাম্মদ মাহিয়ান আমির যুবরাজ, রুদ্র মুহাম্মদ নাহিয়ান আমির সানী, সুযোগ্য কন্যা উম্মে সায়মা আমির স্বস্তিকাকে নিয়ে তাদের পারিবারিক জীবন ।
শহরে বেড়ে ওঠার কারণেই সমুন্নত মানবিকবোধ, নাগরিক বাস্তবতা, প্ৰেম, আধ্যাত্মিকতা ও জাগরণের কবি মুহাম্মদ আমির হোসেনের লেখনীতে ফুটে উঠেছে। তিনি গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ এর আজীবন সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব । তিনি অন্যভুবন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক ।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘ধর্ষিত আমার মৃওিকা’ গ্রন্থ থেকে সংকলিত।