মো. শামীম ইসলাম মুঞ্জু(Shamim islam munju)

প্রথম পাতা » জীবনী » মো. শামীম ইসলাম মুঞ্জু(Shamim islam munju)


 মো. শামীম ইসলাম মুঞ্জু(Shamim islam munju)

পিতা মো. রেজাউল করিম, মাতা মোছা. মোনায়ারা বেগম, গ্রাম: কুকিবাজিতপুর, পোস্ট: বড়িয়াহাট-৫৮২৬, থানা: শিবগঞ্জ, জেলা: বগুড়া। তিনি ২০০৩ সালে বর্ধনকুঠি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ-গ্রেডে এস.এস.সি পাস করেন। হাবীবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে মানবিক শাখায় ২০০৫ সালে এ-গ্রেডে এইচ.এস.সি পাস করেন। উত্তরবঙ্গের শীর্ষ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৫-০৬ সেশনে ‘বাংলা বিভাগে ভর্তি হন। কৃতিত্বের সঙ্গে ২০০৯ সালে দ্বিতীয় শ্রেণি পেয়ে বি.এ. অনার্স পাস করেন এবং ২০১০ সালে সাফল্যের সঙ্গে দ্বিতীয় শ্রেণি পেয়ে এম.এ. পাস করেন।

তাঁর বেশকিছু কবিতা ও প্রবন্ধ মাসিক ও বার্ষিক পত্রিকায় নিয়মিত বের হয়। তিনি কর্মজীবন শুরু করেন ইউ.ডি.পি.এস-এর ম্যানেজার হিসেবে এবং পরবর্তীতে একই প্রতিষ্ঠানের অডিট বিভাগে যোগ দেন। চাকরি পরিবর্তন করে ২০১২ সালে শিক্ষক হিসেবে চলে আসেন ঢাকার মিরপুরে অবস্থিত আগাপে মিশন স্কুলে। কয়েক মাস পরে যোগদান করেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগে প্রভাষক পদে। ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে চাকরি পরিবর্তন করে তিনি বর্তমানে রাজধানীর ঐতিহ্যবাহী ‘সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ’-এ বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতাকে তিনি মনে প্রাণে ভালোবাসেন আর লেখালেখি তাঁর চিন্তাশীল ভাবুকমনের খোরাক জোগায়-এরই সফল প্রয়াস তাঁর প্রকাশিত দ্বিতীয় উপন্যাস ‘প্রফেসর নাস্তিক না জঙ্গি’।

তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত ‘’‘প্রফেসর নাস্তিক না জঙ্গি’ গ্রন্থ থেকে সংকলিত।